চার বিসিএসে নন-ক্যাডারের শূন্যপদের বরাদ্দ নির্দিষ্ট

চলমান ৪০, ৪১, ৪৩ ও ৪৪ বিসিএসের নন-ক্যাডারে কত পদ বরাদ্দ, তা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। নন-ক্যাডারের পদ নির্দিষ্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকমিশনের কাছে (পিএসসি) চিঠি পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিসিএসে কত পদ বরাদ্দ, তা নির্দিষ্ট করে দেওয়ার অনুরোধ জানিয়ে পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। এখন মন্ত্রণালয় সেই চিঠির জবাব দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে ৪০, ৪১, ৪৩ ও ৪৪ বিসিএসের নন-ক্যাডারের জন্য কত পদ, তা জানিয়ে দেওয়া হয়েছে পিএসসিকে।
তবে ৪০তম বিসিএসের নন-ক্যাডারে থাকা প্রার্থীরা বেশি পদ বরাদ্দ পাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে।
আরএমএম/ইএ/জিকেএস