চট্টগ্রামে পূর্বশত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে ইয়ামিন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে কাজীর দেউড়ি সংলগ্ন আউটার স্টেডিয়ামের মুক্তমঞ্চের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাহত ইয়ামিন কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকার মজুবুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে জানান, কাজীর দেউড়ি মুক্তমঞ্চ এলাকায় পূর্বশত্রুতার জেরে বহিরাগত ১৫ থেকে ২০ জন বখাটে ইয়ামিন নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দেন। বর্তমানে তিনি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ইকবাল হোসেন/এমএএইচ/