হানিফ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৬

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন। অন্যজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক।
আহতরা হলেন- মো. আলী হোসেন (৬৫), মোছা. সালমা বেগম (৩৫), মোছা. আলেয়া বেগম, মোছা. খাদিজা আক্তার (৮), মো. আব্দুর রব (৩৬), মো. আইনুল হক (৫৫)।
বুধবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের হাসপাতালে নিয়ে আসা পারভেজ হোসেন জানান, ফ্লাইওভারের ওপর তিনি ছয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের মানুষের সহযোগিতায় পিকআপ ভ্যানে করে তাদের হাসপাতালে নিয়ে আসেন।
তিনি বলেন, ‘এখনো আহতদের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। তবে শিশুসহ একই পরিবারের পাঁচজন রয়েছেন। আরেকজন সিএনজিচালিত অটোরিকশার চালক। তাদের চিকিৎসা চলছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাসপাতালে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
কাজী আল-আমিন/এএএইচ