মহিলা আ’লীগের সম্মেলন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব, ডিবি, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রবেশ পথগুলোতে তল্লাশি করে সম্মেলনস্থলে প্রবেশ করাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনস্থলে গিয়ে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন চলছে। সম্মেলনস্থলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নেমেছে। দলীয় ব্যানারে দলে দলে সম্মেলনস্থলে এসে তারা উপস্থিত হয়েছেন। সম্মেলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানে প্রবেশের সব গেটে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
এদিকে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. ইব্রাহীম খলিল জাগো নিউজকে বলেন, ‘সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি।’
আরএসএম/এএএইচ/জেআইএম