কেরানীগঞ্জে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। একটি অটোরিকশা উদ্ধারসহ গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নয়ন (২২) ও মো. সুমন (২৯)।
সোমবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
র্যাব জানায়, রোববার (২৭ নভেম্বর) র্যাব-১০-১০ একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কুন্ডা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় করাকালে অটোরিকশা চোর চক্রের দুইজন সদস্য মো. নয়ন ও মো. সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই সবুজ রঙের ইজি বাইক উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে ৫০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিত।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব-১০।
আরএসএম/এমআইএইচএস/এমএস