চট্টগ্রামে ঢাবি অ্যালামনাইকে সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের

চট্টগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাইকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃঞ্চ পদ রায়।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সিএমপি কমিশনারের কার্যালয়ে সাক্ষাৎ করতে এলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইকে এ আশ্বাস দেন তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের উপদেষ্টা ড. মোহাম্মদ সহিদ উল্যাহ (লিপন), অধ্যাপক আহম্মদ ছোবহান, শামীমা ফেরদাউস (মিলি), শিউলী ভৌমিক, সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সদস্য বিশ্বজ্যোতি সেন, মোহাম্মদ হাকিম উল্লাহ, জাকের হোসাইন, নাহিদা সুলতানা, মোহাম্মদ তাছনিম, মো. আনোয়ার হোসাইন (মাহি), মুহাম্মদ ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সিএমপি কমিশনারকে অ্যালামনাইয়ের স্যুভেনির ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের জন্য একটি স্থায়ী কার্যালয় নির্মাণে সিএমপি কমিশনারের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। কমিশনার সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সিএমপি কমিশনার কৃঞ্চ পদ রায় ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন।
ইকবাল হোসেন/বিএ/এএসএম