রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরার বউবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় কাজ করার সময় পড়ে গিয়ে সুমন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সুমন নীলফামারীর জলঢাকা উপজেলার নেকপক্ত বাজার এলাকার শ্রী রামনাথের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমনকে নিয়ে আসা সহকর্মী আলম জাগো নিউজকে জানান, ওই ভবনের ছয়তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সুমন।পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস