লোহাগাড়ায় টপসয়েল বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে টপসয়েল (ফসলি জমির উপরিভাগের মাটি) বিক্রির দায়ে মো. বেলাল উদ্দিন (৩১) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে লোহাগাড়া থানাধীন আধুনগর এলাকায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্ত বেলাল উদ্দিন লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা হাজির পাড়া গ্রামের আলী আহমেদের ছেলে।
ইউএনও শরীফ উল্যাহ বলেন, আবাদযোগ্য পতিত জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে আধুনগর এলাকায় অভিযান চালানো হয়। সরেজমিনে এর সত্যতা পেয়ে অভিযুক্ত বেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ইকবাল হোসেন/এমকেআর/এমএস