ডিএসআইপির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কোরিয়ার কোম্পানিকে নিয়োগ

ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডিএসআইপি) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দিয়েছে সরকার। এতে খরচ হবে ৭০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৬৬৩ টাকা।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা কর্তৃক ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দিয়েছে সরকার। এতে খরচ ধরা হয়েছে ৭০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৬৬৩ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, একই প্রকল্পের আওতায় প্যাকেজ নং-ডব্লিউডি-২ এর নির্মাণ কাজ পেয়েছে যৌথভাবে চীনের তিন কোম্পানি। কোস্পানিগুলো হলো- সিসিইসিসি, সাফবন ও এসএমইডিআই। এতে খরচ হবে ৪২০ কোটি ৬ লাখ ৪০ হাজার ৬২১ টাকা।
একই প্রকল্পের অপর এক প্রস্তাবে প্যাকেজ নং- ডব্লিউডি-৩ এর নির্মাণকাজ যৌথ উদ্যোগে ভারতের জিপসাম স্ট্রাকচারাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, খিলারি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং ইতালির ইমিট গ্রুপ এরকোল মারেলি টেকনোলজি পেয়েছে। এতে খরচ হবে ২২৯ কোটি ৭২ লাখ ৬ হাজার ২৫০ টাকা।
বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পের উব্লিউপি-০৩ প্যাকেজের লট নং ডিএস-০৬ এর নির্মাণকাজ যৌথ উদ্যোগে চীন ও বাংলাদেশের তিনটি কোম্পানি বাস্তবায়ন করবে। এর মধ্যে চীনের কোম্পানি দুইটি হলো- চেসিইটিস ও এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএল। এতে খরচ ধরা হয়েছে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।
এমএএস/কেএসআর/জিকেএস