কেরানীগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত পলাতক স্বামী স্বাধীনকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-১০। রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩০ নভেম্বর) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় স্ত্রী হত্যা মামলার একমাত্র পলাতক আসামি স্বামী মো. স্বাধীনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও ৫২০ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি স্বাধীন এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব-১০।
আরএসএম/এমআইএইচএস/জিকেএস