আনিসুল হকের স্মরণে এফবিসিসিআইর দোয়া

এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে এফবিসিসিআই।
আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, আগে বিভিন্ন জেলা চেম্বারগুলোর নিজস্ব কোনো ভবন ছিল না। অনেক চেম্বার যত্রতত্র ভাড়া ভবনে অবস্তিত ছিল। জেলা চেম্বারের নিজস্ব ভবন নির্মানসহ এর কার্যক্রম গতিশীল করতে মরহুম আনিসুল হক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। ব্যবসায়ী নেতা এবং সিটি করপোরেশনের মেয়র-দুভাবেই আনিসুল হক ছিলেন সফল।
এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ব্যবসা বাণিজ্য ও রাজধানীর উন্নয়নে মরহুম আনিসুল হকের অবদান মানুষ অনেকদিন মনে রাখবে।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে আনিসুল হকের সাথে বিভিন্ন সময়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন উপস্থিত ব্যবসায়ী নেতারা। তারা জানান, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে আনিসুল হক যেসব প্রতিশ্রুতি দিতেন, সেগুলো শতভাগ বাস্তবায়নের চেষ্টা করতেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইর পরিচালক এমজিআর নাসির মজুমদার, হাফেজ হারুন, আবু মোতালেব, ইকবাল শাহরিয়ার, শাহীন আহমেদ, মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া (রানু), আক্কাস মাহমুদ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, ত্রান ও পুনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান আজিজুল হক, ইয়াকুব হোসেন মালিক, মো. আবদুল ওয়াদুদসহ অব্যবসায়ী নেতারা সভায় উপস্থিত ছিলেন।
ইএআর/এমআইএইচএস/এএসএম