হাজতে আসামি অসুস্থ, হাসপাতালে নিতেই মৃত ঘোষণা

রাজধানী উত্তরার পূর্ব থানা হাজতে থাকা অবস্থায় কিরন (৫০) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
তিনি বলেন, আজ বিকেলের দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর রাজউক ভবনের ৪ তলায় দুই ব্যক্তি মারামারি করছে, এমন সংবাদে সেখান গিয়ে কিরন নামে একজনকে থানায় এনে হাজতে রাখা হয়। এর কিছুক্ষণ পর হাজতে থাকা অবস্থায় কিরন অসুস্থ হয়ে পড়ে।
পরে দ্রুত তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে বিকেলের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে ওসি আরও জানান, কিরন এক ব্যক্তিকে মারধর করেছেন। যেই ব্যক্তি তার মারধরের শিকার হয়েছেন। ওই ব্যক্তি মামলার বাদী হচ্ছিলেন। এর মধ্যে হাজতে থাকা অবস্থায় কিরন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে উত্তরা পূর্ব থানার ওসি বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।
টিটি/এমআরএম