চট্টগ্রামে ফসলি জমির টপসয়েল বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় জমির টপসয়েল কেটে বিক্রির অপরাধে জাফর সাদেক (৩৫) নামের এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ নভেম্বর) সকালে বান্দরবান সড়কে সাতকানিয়ার দস্তিদার হাট আমতল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মং চিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাফর সাদেক রূপকানিয়া এলাকার নুরুল আলমের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা বলেন, একটি চক্র দীর্ঘদিন থেকে জমির টপ সয়েল অবৈধভাবে কেটে বিক্রি করে আসছিল। বুধবার অভিযানে সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে দুই লাখ টাকা জরিমানা এবং অভিযুক্ত ব্যক্তিতে সতর্ক করা হয়েছে।
ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম