লোহাগাড়ায় খাসজমিতে গড়ে ওঠা ১২ অবৈধ বসতি উচ্ছেদ

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি খাসজমিতে অবৈধভাবে গড়ে ওঠা ১২টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। যার মধ্যে ১টি গরুর খামার ও ১১টি বসতঘর।
বুধবার (৩০ নভেম্বর) সকাল থেকে সারাদিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানি এবং আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উল্যাহ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ শাহজাহান বলেন, বড়হাতিয়ার চাকফিরানি এবং আধুনগরের রশিদের ঘোনা এলাকায় সরকারি খাসজমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। জায়গা সরকারি আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করা। বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে নির্মিত ১১টি ঘর ও একটি খামার গুঁড়িয়ে দেওয়া হয়।
ইকবাল হোসেন/এমআইএইচএস