বিএসটিআই সনদ নিয়ে মিথ্য তথ্য, জরিমানা গুনলো মিরপুরের লিলাফ ফুডস

পণ্যের বিএসটিআই সনদ নেই। তারপরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সনদ রয়েছে বলে দাবি করা হয়। পরে সেটি প্রমাণে বার্থ্য হয়ে জরিমানা গুনেছে মিরপুরের লিলাফ ফুডস নামের এক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বুধবার (৩০ নভেম্বর) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআইর বাধ্যতামূলক পণ্যের (কেক, বিস্কুট, পাউরুটি) বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে পল্লবী ১২ নম্বর রোডে লিলাফ ফুডসকে এ জরিমানা করা হয়।
ওই ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিচালিত হয়।
এনএইচ/এমআইএইচএস/এএসএম