গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন আরফীন আরা

অতিরিক্ত সচিব আরফীন আরা বেগম
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আরফীন আরা বেগম। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাকে বেতন স্কেলের সর্বোচ্চ গ্রেডে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতির পর আরফীন আরাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আরফীন আরা বেগম অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরএমএম/কেএসআর/জিকেএস