যাত্রাবাড়ী থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার

অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মো. আ. মালেক (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর মিডিয়া অফিসার ফারজানা হক জানান, মালেক গত ১৮ মে একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি। মামলার পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করছেন। তাকে যাত্রাবাড়ীর ধলপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরএসএম/জেডএইচ/জেআইএম