রোস্তম আলী মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (৪ ডিসেম্বর)। তার নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এ উপলক্ষে এক স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ, জেলা ও দায়রা জজ আ ন ম জাহাঙ্গীর আলম, বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ-নিয়ন্ত্রক (বার্তা) (বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কর্মরত) সালাউদ্দিন মাহমুদ শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়-স্বজনের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করছেন।
এসইউজে/এমআইএইচএস/এমএস