রাজধানীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজধানীর রামপুরা এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩। আসামির নাম মো. সাইফুল ইসলাম ওরফে রিপন (৫০)।
সোমবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রিপনকে (৫০) রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
আসামির বিরুদ্ধে রামপুরা থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/এমআরএম/জেআইএম