দৈনিক বাংলা মোড় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী এ বিষয়ে জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে দৈনিক বাংলা মোড় এলাকায় তাকে মৃত অবস্থায় পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকার লোকজনের কাছে জানতে পারি, নিহত ব্যক্তি ভবঘুরে। ওই এলাকাতেই থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস