তেজগাঁওয়ে দোকানে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

যানজটের কারণে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস, ফাইল ছবি
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দিয়েছে। তবে যানজটের কারণে তারা পৌঁছাতে পারেনি ঘটনাস্থলে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রকিবুল ইসলাম।
তিনি বলেন, তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি দোকানে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দেয়। যানজটের কারণে দুপুর ২টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দুপুর ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা যায়, ২টার পর ঘটনাস্থলে পৌঁছান কর্মীরা। ২টা ১০ মিনিটে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
টিটি/এমএইচআর/জেআইএম