ওষুধের অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অযৌক্তিকভাবে ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্যাবের ঢাকা জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শামস এ খান বলেন, মানুষের আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির এই সময়ে অসুস্থ মানুষের সেবার সামান্য স্যালাইন ও ডায়াবেটিসের ওষুধের দাম বাড়াতে প্রস্তাব করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর, যা মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে ক্যাবের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হলেও তা উপেক্ষা করে অনুমোদনের প্রক্রিয়া চলছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকবর হোসেন, ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম, ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনা সুলতানা পপি, আসমা হক, আবুল কালাম আজাদ, ক্যাবের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল সামাদ, মানবাধিকার সংস্থার অ্যাডভোকেট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বিজ্ঞানী ড. আব্দুল জলিল প্রমুখ।
এনএইচ/কেএসআর/এমএস