খালেদা জিয়ার বাসার সামনে সতর্ক অবস্থানে পুলিশ

খালেদা জিয়ার বাসার সামনের সড়ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের দুই পাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগেই বসানো চেকপোস্ট কেন্দ্র করে অন্য দিনের চেয়ে কিছুটা বেশি সংখ্যক পুলিশ দেখা গেছে।
সকাল থেকে খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে পুলিশ সে দাবি নাকচ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ জাগো নিউজকে বলেন, খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ বাড়ানো হয়েছে, এটি ভুল তথ্য। প্রথমে যেভাবে পুলিশ ছিল, ঠিক সেভাবেই রয়েছে। নতুন করে বাড়ানো হয়নি।
সমাবেশ চলছে গোলাপবাগ মাঠে, তার (খালেদা) বাসার সামনে অতিরিক্ত পুলিশ থাকবে কেন, মন্তব্য করেন ডিসি আ. আহাদ।
একএইচ/টিটি/এমএইচআর/জিকেএস