কাভার্ডভ্যানের গোপন চেম্বারে ঢাকায় নেওয়া হচ্ছিল ৬৫ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৯ জুলাই ২০২৪
ইয়াবাসহ গ্রেফতার ২

 

কাভার্ডভ্যানের লোহার পাটাতনের গোপন চেম্বারে করে কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ইয়াবা। এসময় কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৬৫ হাজার ৫০০ ইয়াবা জব্দ করে পুলিশ।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ তল্লাশি চালানো হয়। এসময় চালক মো. ইসলাম (৩৮) ও হেলপার মো. হাবিবকে (২৮) গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শেখ সাব্বির হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি থেকে ইয়াবা জব্দ করা হয়েছে। মূলত চালক হেলপারই আসল মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগেও দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে জানান এডিসি শেখ সাব্বির।

এমডিআইএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।