আজ র্যাবের হেলিকপ্টার উড্ডয়ন করেনি
দেশের আকাশে আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টার উড্ডয়ন করেনি বলে দাবি করেছে র্যাব।
সোমবার (২৯ জুলাই) বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত তিনদিন এবং আজ র্যাব ফোর্সেসের কোনো হেলিকপ্টার উড্ডয়ন করেনি।
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বরং বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে কার্যক্রম চালিয়েছে র্যাব।
- আরও পড়ুন
- হেলিকপ্টার থেকে গুলি নয়, উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে: র্যাব
- বিটিভি ভবন-মেট্রোরেলে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৪
- শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস খুলে দিতে হবে
হেলিকপ্টার থেকে কোনো প্রকার গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ১৮ জুলাই আন্দোলনকারীদের আক্রমণের শিকার হয়ে ডিএমপির সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে অবস্থান নেন।
এরপর দুপুর সোয়া ২টায় অবরুদ্ধ ৬১ পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাবের হেলিকপ্টার। ২০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় দুর্বৃত্তরা হাসপাতাল ভবনের নিচে অগ্নিসংযোগ করলে সেই ভবনের বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সদস্যরা ছাদে অবরুদ্ধ হন। ওই সময় ভবনের নিচে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ভবনের ছাদে অবরুদ্ধরা র্যাবের সহায়তা চাইলে হাসপাতালের কর্মচারীসহ ৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
টিটি/এমআরএম/জিকেএস