ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসবে আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩০ জুলাই ২০২৪
ফাইল ছবি

দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সেই সিদ্ধান্ত আজ (৩০ জুলাই) নেওয়া হতে পারে। রেলমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠক হবে। বৈঠকে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে রেলপথ মন্ত্রনালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। গত বুধবার সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল, তবে বৃহস্পতিবার থেকে এসব ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। শুধু বিজিবির পাহারায় কয়েকটি তেলবাহী ট্রেন চলাচল করছে।

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।