সায়েন্সল্যাব মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৪ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী জনতা৷

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা৷ এরপর শিক্ষার্থী জনতা বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে যোগ দেন৷

সরেজমিনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন শিক্ষার্থী জনতা৷ আন্দোলনকারীদের অধিকাংশের হাতে বাঁশের লাঠি, রড ও স্টিলের পাইপ দেখা গেছে৷

তবে ঘটনাস্থলের আশপাশে কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি৷ সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়িগুলোকে রাস্তায় চলাচলের সুযোগ দিচ্ছেন আন্দোলনকারীরা৷

এনএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।