শাহবাগ থানা ছাত্রলীগ ও কাউন্সিলর অফিস ভাঙচুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৪ আগস্ট ২০২৪

রাজধানীর শাহবাগ থানা ছাত্রলীগের অফিস এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের অফিস ভাঙচুর করার খবর পাওয়া গেছে।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একদল আন্দোলনকারী পিজি হাসপাতালের সামনে থেকে আসাদুজ্জামান আসাদের অফিসে যান। সেখানকার ৩টি কক্ষের আসবাবপত্র, এসি ও দলীয় নেতাদের ছবি ভাঙচুর করে তারা।

শাহবাগ থানা ছাত্রলীগ ও কাউন্সিলর অফিস ভাঙচুর

অন্য আরেকটি দল শাহবাগ থানা ছাত্রলীগের অফিসে হামলা চালায়। তারাও অফিসের চেয়ার-টেবিল থেকে শুরু করে সব জিনিসপত্র ভাঙচুর করে।

এমএইচএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।