শাহবাগ থানা ছাত্রলীগ ও কাউন্সিলর অফিস ভাঙচুর
রাজধানীর শাহবাগ থানা ছাত্রলীগের অফিস এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের অফিস ভাঙচুর করার খবর পাওয়া গেছে।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একদল আন্দোলনকারী পিজি হাসপাতালের সামনে থেকে আসাদুজ্জামান আসাদের অফিসে যান। সেখানকার ৩টি কক্ষের আসবাবপত্র, এসি ও দলীয় নেতাদের ছবি ভাঙচুর করে তারা।
অন্য আরেকটি দল শাহবাগ থানা ছাত্রলীগের অফিসে হামলা চালায়। তারাও অফিসের চেয়ার-টেবিল থেকে শুরু করে সব জিনিসপত্র ভাঙচুর করে।
এমএইচএ/এমআইএইচএস/এএসএম