শাহবাগে পুলিশকে নিরাপত্তা দিচ্ছে আন্দোলনকারীরা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর চালানো হলেও শাহবাগ থানার পুলিশ সদস্যদের নিরাপত্তা দিচ্ছেন আন্দোলনকারীদের একাংশ।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে শাহবাগ থানার সামনে এ পরিস্থিতি দেখা গেছে।
সেখানে গিয়ে দেখা যায়, থানার সামনে অর্ধশতাধিক পুলিশের অবস্থান ও একটি এপিসি গাড়ি রাখা আছে। পুলিশের অবস্থান থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। আন্দোলনকারীদের মিছিল থেকে পুলিশের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতেও দেখা যায়।
এমএইচএ/এমকেআর/জেআইএম