আমি দেশে আছি, পালাইনি: গণপূর্তমন্ত্রী
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিদেশে যাওয়ার বিষয়টিকে গুজব জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, আমি দেশে আছি, আমি পালাইনি।
রোববার (৪ আগস্ট) সচিবালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমি আমার উপস্থিতিটা বোঝাতে চেষ্টা করেছিলাম যে আমি বাংলাদেশেই আছি। এমনকি এখন আমার বাইরে থাকার কথাই ছিল। আজ দেশে ফেরার কথা ছিল। কিন্তু গতকাল যদি চলে যাই, তাহলে আজ ফিরবো কীভাবে আমি জানি না।
আরও পড়ুন
- সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ
- সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
মন্ত্রী বলেন, ‘মোদ্দাকথাটা হলো, আমি দেশে আছি, আমি সিভিল অ্যাভিয়েশন অথরিটির সঙ্গেও কথা বলেছি। তারা বলেছে, ভুয়া একটা কাগজ ছেড়েছে। এটা আমিও পেয়েছি। আমার এক আত্মীয় আমাকে পাঠিয়েছেন। এটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। আমি তো ভেরি মাচ দেশেই আছি। আমি গতকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম। সেখান থেকে গতকাল ঢাকায় ফিরেছি। আজ যথারীতি অফিস করছি। এটাই আপনাদের জানালাম যে, আমি দেশে আছি, আমি পালাইনি।’
‘পালানোর কোনো প্রশ্নও নেই। যদিও আমার চেকআপ করাটা খুব জরুরি ছিল। ২০১৯ সালে আমার বাইপাস হয়েছে। আমার চেকআপের জন্য যাওয়ার কথা ছিল, আমি বলছি আমি দেশের এ পরিস্থিতিতে যাবো না।’
উবায়দুল মুক্তাদির চৌধুরী আরও বলেন, ‘অতীতেও আমি দেশ থেকে পালিয়ে যাইনি। আমি দেশের ভেতরেই থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমি দেশেই থাকবো। দেশে থেকেই রাজনৈতিকভাবে আমার যা করণীয় আমি করবো। যেহেতু অস্থির একটা রাজনৈতিক সময় যাচ্ছে সেজন্য আমি এ কথাটা বললাম।’
আরএমএম/বিএ/এএসএম