কারওয়ান বাজারে চলছে ত্রিমুখী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৪ আগস্ট ২০২৪

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চলছে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ।

বিক্ষোভকারীরা বাংলামোটরের দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছে। অন্যদিকে কারওয়ান বাজারের দিকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ অংশে পুলিশ সদস্যরাও আছেন।

রোববার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানেগ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করছে।

এদিকে আন্দোলনে রাজধানীর বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

টিটি/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।