মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৫ আগস্ট ২০২৪
ছবি- সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টা পর ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে সব ধরনের ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সকাল ১০টার দিকে প্রথমে মোবাইল ইন্টারনেট এবং দুপুর ১২টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

পাশাপাশি সকাল থেকেই ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।