ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করার আহ্বান শহিদুল আলমের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৬ আগস্ট ২০২৪
আলোকচিত্রী শহিদুল আলম/ ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। একই সঙ্গে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন, সঠিক পথে অগ্রসর হবো: আসিফ নজরুল 
জাতির উদ্দেশে ভাষণে যা বললেন রাষ্ট্রপতি 

শহিদুল আলম বলেন, ‘যে মুহূর্তে আমরা আনন্দ করছি আমাদের মনে রাখতে হবে, এর আগের সরকার যা করেছে সেগুলো যেন আমরা না করি। ধ্বংসাত্মক যেন না হই। অন্যের ওপর আক্রোশ যেন না রাখি। একসঙ্গে দেশ গড়ার চেষ্টা করি।’

নিজের বাবার বলা এক গল্প শেয়ার করে তিনি বলেন, ‘দেশের ক্ষতি যেন আমরা না করি। ন্যায়, অন্যায় বিবেচনা যেন ঠিকভাবে করা হয় সে বিষয়টি খেয়াল রাখি। সেটা না হলে এই নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো না।’

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।