উত্তরায় গুলিতে ৯ জন মারা যান
গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। থানায় থানায় হামলা হয়। এসব ঘটনায় পুলিশের গুলিতে রাজধানীর উত্তরায় ৯ জন মারা গেছেন। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৫ জনের বেশি মানুষ।
মঙ্গলবার (৬ আগস্ট) উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক (প্রশাসন) নাজমুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুল হাসান জানান, আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ নয়জনের মরদেহ এসেছে। গুলিবিদ্ধ হয়ে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন।
আরও পড়ুন
তিনি আরও জানান, এ পর্যন্ত ছয়জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। আরও তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি।
এএএম/এসআইটি/এমএমএআর/এমএস