৫ ঘণ্টায়ও শেষ হয়নি বৈঠক, বঙ্গভবনের বাইরে গণমাধ্যমকর্মীদের অপেক্ষা
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে সন্ধ্যা ৬ টায় প্রবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। তবে বৈঠক শুরুর সাড়ে ৫ ঘণ্টা পার হলেও বঙ্গভবন থেকে সমন্বয়করা বের হননি।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টায় সরেজমিনে বঙ্গভবনের সামনে দেখা যায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অপেক্ষা করছেন। সবাই বৈঠক শেষে কি সিদ্ধান্ত হয় তা জানার অপেক্ষায় রয়েছেন।
এর আগে সমন্বয়কদের বঙ্গভবনে প্রবেশের পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রবেশ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। তারপর ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এ কে আজাদ বঙ্গভবনে প্রবেশ করেন।
যদিও প্রবেশের সময় এ কে আজাদ সাংবাদিকদের বলেন, আগামীকাল সব কলকারখানা খুলে দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা যাতে আমরা পাই সেজন্য মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করতে যাচ্ছি।
এছাড়া বঙ্গভবনের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সন্ধ্যা থেকে কিছু উৎসুক জনতা থাকলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমতে থাকে। তবে এখনও অল্প সংখ্যক উৎসুক জনতা রয়েছেন।
এনএস/এমএসএম