চট্টগ্রামে গুমের শিকার বিএনপি নেতা নজরুলের সন্ধান চেয়ে মানববন্ধন
গুমের শিকার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সন্ধান পেতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এসময় নজরুল চেয়ারম্যানসহ গুমের শিকার প্রত্যেকের সন্ধান দাবি করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নজরুলের ভাই হামিদুল হক মান্নান বলেন, ২০১০ সালের ৮ নভেম্বর আমার ভাই গুম হয়। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাইনি। শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের অনেক নেতাকর্মী আয়নাঘর থেকে বের হয়েছেন। আরও অনেক নেতাকর্মী এখনো গুম রয়েছেন। তাই তাদের মধ্যে যদি আমার ভাই বেঁচে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে তার সন্ধান চাই। আমার ভাই গুমের শিকার। তাঁকে সাদা পোশাকে নিয়ে গেছেন। আমার ভাইয়ের কোনো সন্ধান পেয়ে থাকেন জানাবেন। আর আমার ভাইকে যদি মেরে ফেলেন সেটাও একটু জানাবেন। আমরা অপেক্ষায় আছি।
এসময় আবু সুফিয়ান বলেন, বোয়ালখালী বিএনপির সাবেক জনপ্রিয় সভাপতি ও উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে ২০১০ সালের ৮ নভেম্বর গুম করা হয়েছিল। আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। গুম হওয়া ব্যক্তিদের জন্য তাদের পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছে। আমরা অবিলম্বে তাদের সন্ধান চাই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা বাকিদেরও ফেরত চাই এবং অবিলম্বে শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার করে মানবতাবিরোধী অপরাধসহ সব অপকর্মের বিচার দাবি করছি।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মন্জুর উদ্দীন, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইসহাক, হামিদুল হক মান্নান, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেছার, মোহাম্মদ লোকমান, মাহামুদুর রহমান মাদু, শহীদুল্লাহ চৌধুরী, কামাল উদ্দীন, রেজাউল করিম চৌধুরী রেজা, মোহাম্মদ ওসমানসহ অনেকে।
এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম