বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে পদক্ষেপ নিতে আলী ইমামকে দায়িত্ব
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দপ্তরের বঞ্চিত কর্মকর্তারা দাবি-দাওয়া পূরণে সোচ্চার হয়েছেন। বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।
এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা।
- আরও পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার
সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
সরকার পতনের পর দীর্ঘদিন বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীরা, বিশেষ করে বিএনপি-জামায়াতপন্থীরা দাবি-দাওয়া নিয়ে মাঠে তৎপর রয়েছেন। তারা সচিবালয়ের মধ্যেই মিছিল, সভা-সমাবেশ করছেন। দাবি-দাওয়া পূরণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। হুমকি-ধামকিও দিচ্ছেন।
মঙ্গলবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন। আইসিটি কর্মকর্তাদের পদোন্নতি, পদনাম পরিবর্তন, আন্তঃমন্ত্রণালয় বদলির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে সচিবালয়ে মিছিল ও সমাবেশ করেছেন সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তারা।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত বিসিএস কর্মকর্তাদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
নিয়োগ দেওয়ার দিন সোমবারই সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে পদোন্নতি বঞ্চিতদের বিষয়ে পদক্ষেপ নিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই পদোন্নতি নিয়ে সভা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আরএমএম/এমআরএম/জেআইএম