ঢাকা মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৪৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীকে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিল। সম্ভবত অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে।
এমআরএম/এএসএম