কাল ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ করবে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে আগামীকাল ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চে করবে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সবাইকে এই লংমার্চে যোগদানের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। দেশ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি। আমরা দেখতে পাচ্ছি, ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে।

এতে উল্লেখ করা হয়, ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে ইনকিলাব মঞ্চ আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমখে সকাল ৯টায় শাহবাগ থেকে লংমার্চ শুরু করবে। এই লংমার্চ সকাল ১০টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় ও দুপুর ২টায় চান্দিনায় একটি পথসভা করবে। এরপরে বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে।

এএএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।