তিতাসের এমডি হারুনুর রশীদের চুক্তি বাতিল
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সোমবার (৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হারুনুর রশীদ সর্বশেষ গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য চুক্তিতে তিতাসের এমডি নিয়োগ পান। এর আগেও তিনি চুক্তিতে কয়েক দফা এ পদে দায়িত্ব পালন করেন।
আরএমএম/জেএইচ/এএসএম