দোলনায় খেলতে গিয়ে ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর
রাজধানীর তেজগাঁও বেগুনবাড়িতে একটি বাসায় দোলনায় দোল খাওয়ার সময় গলায় রশি পেঁচিয়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত লাবিবের মা লাবণী আক্তার জানান, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। সন্ধ্যার দিকে দোল খেতে খেতে দোলনার রশি গলায় পেঁচিয়ে যায়। অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়অ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/এএসএম