মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ীতে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয়ের (৪৫) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিহাদ বলেন, আমরা এলাকার লোকের মুখে জানতে পারি, যাত্রাবাড়ী মোড় এলাকায় মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করেছে। জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প এলাকায় অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস