ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪
নায়েব আলী জোয়ার্দার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৬র একটি দল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।