হত্যা মামলায় হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর ঢাকায় গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

হবিগঞ্জ সদর থানা এলাকার চাঞ্চল্যকর রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় র‍্যাব-২ ও র‍্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে সেলিমকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।

রাতে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানা এলাকায় রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার আসামি সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমকে ধানমন্ডি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।