চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানার উত্তরা আবাসিক এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন খালি জায়গায় ঝোপঝাড়ের মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, উদ্ধার করা অস্ত্রটি গত ৫ আগস্ট সিএমপির হালিশহর থানা থেকে লুণ্ঠনকৃত অস্ত্রের মধ্যে এটি একটি। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এএজেড/এমআরএম/জিকেএস