ডেমরায় বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাজধানীর ডেমরায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০২ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে বৃদ্ধা নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউসার আল-মাসুদ জানান, বৃদ্ধা নারীকে ডেমরা মেইন রোডের পাশে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আশপাশের লোকদের মুখে জানতে পেরেছি; ওই নারী ভবঘুরে প্রকৃতি ছিল। নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ঢামেকের রাখা হয়েছে।
এমআরএম/জিকেএস