মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। রেল আসার আগ মুহূর্তে প্রাইভেটকারের সবাই নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে মগবাজার এলাকায় যানজট ছিল। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার আসার আগ মুহূর্তে একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এর মধ্যে ওই সময়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এছাড়া পাশে থাকা একটি হাইচ মাইক্রোবাস, একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে।

এ বিষয়ে হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাওয়ান বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের নাম-পরিচয় রেখে ছেড়ে দেব। একটি রেকার আনা হয়েছে, গাড়িটি পৌঁছে দেওয়ার জন্য।

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।