রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর কদমতলী শাহজালাল আবাসিক এলাকার একটি বাসায় মোছা. জান্নাতুল ফেরদৌসী (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরের দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কদমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, কদমতলীর শাহজালাল আবাসিক এলাকায় একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি, নিহত বদরুন্নেসা কলেজে ইন্টার মিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিবেশী মোবারক হোসেন বলেন, নিহত জান্নাতুল ফেরদৌসী বদরুন্নেসা কলেজের ইন্টার মিডিয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।একটি ছেলের সঙ্গে তার প্রেম ছিল। প্রেমে প্রত্যাখ্যান করায় সম্ভবত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, নিহতের বাড়ি গোপালগঞ্জ সদরে। বর্তমানে কদমতলীর শাহজালাল আবাসিক এলাকার ২৯/৬ নম্বর বাসার তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতো।

কাজী আল-আমিন/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।