ভারতে সংখ্যালঘু নির্যাতন
৬ ডিসেম্বর ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেবে ইনকিলাব মঞ্চ
ভারতে সংখ্যালঘু নির্যাতন ও আজমির শরিফ দখলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ভারতীয় হাইকমিশনের সামনে শান্তিপূর্ণ র্যালি ও হাইকমিশনারকে স্মারকলিপি দেবে ইনকিলাব মঞ্চ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।
- আরও পড়ুন
- বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা
- বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা
শরীফ ওসমান বিন হাদী বলেন, ভারতে বাংলাদেশের সহকারী হাইহামিশনে হামলা, আজমির শরিফ দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ভারতে মুসলমান, কু কি চিন, শিখসহ অন্য সংখ্যালঘুদের ওপর যুগের পর যুগ অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনে শান্তিপূর্ণ র্যালি করবে। পাশাপাশি হাইকমিশনে প্রতিবাদী স্মারকলিপি জমা দেবে।
তিনি আরও বলেন, আমরা এর জন্য ৬ ডিসেম্বরকে বেছে নিয়েছি কারণ এই ৬ ডিসেম্বরেই বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের দিনে, ৬ ডিসেম্বর শুক্রবার আমরা প্রথমে গুলশান-২ সার্কেলে জড়ো হবো। এরপর সোখান থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাবো।
এমএইচএ/বিএ/এএসএম