আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানগেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো দেশের আগ্রাসন হামলা কখনোই বাংলাদেশ মেনে নেবে না।

এ সময় উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান , ডা. আসাদুজ্জামান, ডা.শফিকুল ইসলাম সুমন, ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. রিয়াদ, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মেশকাত শরীফ ভূইয়া এবং ডা. জাকারিয়া আশরাফ আশফি। এছাড়াও নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

কাজী আল-আমিন/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।